ISSN is assigned 2790-5357 ! Congratulations!

১. বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি, বাঙালি জাতির শিল্প-ইতিহাস-লোকজীবন-আবিষ্কার ইত্যাদি বিষয়ে লিখিত প্রবন্ধ প্রধান সম্পাদকের নিকট অনলাইন জমা দেওয়া যাবে।

২. বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাসহ বিশ্বের যেকোনো দেশ বা স্থান থেকে প্রবন্ধ পাঠানো যাবে।

৩. বিশ্ববাংলাবীক্ষণ ই-জার্নালে প্রকাশের জন্য লিখিত প্রবন্ধের ভাষা হবে বাংলা। প্রবন্ধে বাংলাদেশের বাংলা একাডেমি প্রণীত ও প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসরণ করতে হবে।

৪. প্রধান সম্পাদকের নিকট প্রেরিত প্রবন্ধ বিশেষজ্ঞ-মূল্যায়নের পর বিশ্ববাংলাবীক্ষণ ­ই-জার্নালে প্রকাশ করা হবে।

৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী, যেকোনো দেশের স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী, ধর্মীয় মৌলবাদী, লিঙ্গবৈষম্যবাদী, বর্ণবাদী ও জাতিবিদ্বেষমূলক কোনো লেখা বিশ্ববাংলাবীক্ষণে  জমা দেওয়া যাবে না। এরপরও কেউ জমা দিলে তা গৃহীত হবে না।

৬. তথ্যনির্দেশে লেখক/লেখকগণের পূর্ণ নাম থাকতে হবে। গ্রন্থ ও পত্রিকার উৎস নির্দেশ করার সময় অনুসরণীয় নীতি হলো- প্রকাশিত গ্রন্থ: দীনেশচন্দ্র সেন, বঙ্গভাষা ও সাহিত্য (কলকাতা: গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স, ১৯২১),পৃ. ২৩১

৭.  উদ্ধৃতি  ব্যবহারের ক্ষেত্রে মূল বানানের কোনো পরিবর্তন করা যাবে না। তথ্যনির্দেশ ও টীকার জন্য শব্দের উপর অধিলিপিতে (Superscript) সংখ্যা ব্যবহার করতে হবে। (যেমন:১)। কবিতার উদ্ধৃতিতে মূল পাঠের পংক্তিবিন্যাস বজায় রাখতে হবে।

৮. প্রবন্ধের প্রথম পৃষ্ঠার শীর্ষে প্রবন্ধের শিরোনাম, লেখকের নাম, প্রাতিষ্ঠানিক পরিচিতি/পদবি উল্লেখ করতে হবে। শিরোনামসহ মূল প্রবন্ধ দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। অনূর্ধ্ব ৩০০০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখিত হতে হবে। প্রবন্ধের শুরুতেই সর্বোচ্চ ১৫০ শব্দের মধ্যে প্রথমে বাংলায় এবং পরে ইংরেজিতে একটি সারসংক্ষেপ (Abstract) যুক্ত করতে হবে।

৯. প্রবন্ধ Doc. File এবং Pdf File আকারে পাঠাতে হবে। প্রবন্ধের মূল পাঠ ১৪ পয়েন্ট ইউনিকোড ফন্টে দুই লাইনের মাঝখানে ১.৫ ফাঁক রেখে পৃষ্ঠার দুইদিকে সমতাবিধান (Justified) করে পাঠাতে হবে।

১০. কবিতা-গল্প-প্রবন্ধের নামে Double ঊর্ধ্বকমা ("..."), গ্রন্থের নাম Italic করতে হবে।

১১. মূল পাঠে বিদেশি শব্দ থাকলে তা বিদেশি শব্দ বাংলা লিপিতে প্রতিবর্ণীকরণের (Transcription) নিয়মানুযায়ী লিখতে হবে।

১২. প্রয়োজন হলে প্রধান সম্পাদক প্রবন্ধে ব্যবহৃত শব্দের সমার্থশব্দ সংযোজন করতে পারবেন এবং ভুল বাক্যের পুনর্বিন্যাস করে তা সংশোধন করতে পারবেন।

১৩. বিশ্ববাংলাবীক্ষণে প্রকাশিত সকল লেখার দায়ভার লেখকের। সম্পাদকমণ্ডলী ও Rootardo Press কোনোভাবেই প্রবন্ধের ভাষা, ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য দায় বহন করবে না।

১৪. বিশ্ববাংলাবীক্ষণে লেখা জমা দেওয়ার পূর্বে লেখক এই মর্মে একটি ঘোষণাপত্র যুক্ত করবেন যে সংশ্লিষ্ট লেখাটি  বা এর কোনো অংশ বা এর কোনো অনুবাদ (Translated Version) কোথাও প্রকাশিত হয়নি বা প্রকাশার্থে লেখাটি কোনো জার্নালে জমা দেওয়া হয়নি।

১. কপিরাইট ফর্ম

২. কাভার লেটার