বিশ্ববাংলাবীক্ষণ কি ইন্টারন্যাশনাল/আন্তর্জাতিক জার্নাল?
উত্তর: হ্যাঁ, বিশ্ববাংলাবীক্ষণ আন্তর্জাতিক জার্নাল। বিশ্ববাংলাবীক্ষণ জার্নালে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ অধ্যাপকগণ সম্পাদক হিসেবে ভূমিকা পালন করেন। বিশ্ববাংলাবীক্ষণ জার্নালে প্রকাশিত লেখা পৃথিবীর যেকোনো দেশ থেকে পড়া ও ডাউনলোড করা যায়।
বিশ্ববাংলাবীক্ষণ জার্নালটি নিয়মিত প্রকাশিত হয় কি?
উত্তর: হ্যাঁ, বিশ্ববাংলাবীক্ষণ জার্নালটি নিয়মিত প্রকাশিত হয়। লেখাটি প্রধান সম্পাদক কর্তৃক গৃহীত হওয়ার পর পরবর্তী সাত দিনের মধ্যে অনলাইনে উন্মুক্ত করা হয়।
বিশ্ববাংলাবীক্ষণ Peer Reviewed জার্নাল কি?
উত্তর: হ্যাঁ, বিশ্ববাংলাবীক্ষণ জার্নালে প্রকাশিত প্রতিটি লেখা peer reviewed.
প্রতিটি সংখ্যা কতদিন পরপর প্রকাশিত হবে?
উত্তর: লেখকের জমাদানকৃত লেখাটি peer reviewed হওয়ার পর প্রধান সম্পাদক কর্তৃক গৃহীত (মনোনীত) হলে, পরবর্তী ৭ দিনের মধ্যে অনলাইনে প্রকাশিত হবে।
অমনোনীত লেখা ফেরত পাঠানো হয় কি না?
উত্তর: লেখা অমনোনীত হওয়ার কারণগুলি ইমেইলে জানিয়ে দেওয়া হবে।
লেখা প্রকাশের জন্য কোন ফি প্রদান করতে হয় কি না?
উত্তর: প্রথম বছর (২০২০-২০২১ সালে) জমাকৃত প্রকাশযোগ্য লেখার জন্য কোনো ফি প্রদান করতে হবে না।
বিশ্ববাংলাবীক্ষণ জার্নালটি পড়ার জন্য কি ফি প্রদান করতে হয়?
উত্তর: না, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, যে কেউ বিনামূল্যে বিশ্ববাংলাবীক্ষণে প্রকাশিত লেখা পড়তে বা ডাউনলোড করতে পারবেন।
বিশ্ববাংলাবীক্ষণে প্রকাশিত লেখার কপি কি কাগজে (Hard Copy) ছাপা হয়?
উত্তর: না, বিশ্ববাংলাবীক্ষণ একটি আন্তর্জাতিক জার্নাল এবং জার্নালটি সম্পূর্ণ অনলাইন জার্নাল।
বিশ্ববাংলাবীক্ষণে লেখা প্রকাশিত হলে, কোন সনদ প্রদান করা হয় ?
উত্তর: হ্যাঁ, প্রকাশিত লেখার সকল লেখককে ইমেইলের মাধ্যমে ই-সনদ (ই-সার্টিফিকেট) প্রদান করা হয় ।