বর্তমানে বাংলাভাষী জনসংখ্যা বেড়ে যাওয়ায় এবং একইসঙ্গে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে বাংলা ভাষায় মানববিদ্যাচর্চার ক্ষেত্র প্রসারিত হয়েছে। মানববিদ্যা ও সামাজিক বিজ্ঞানের বিদ্যায়তনিক চর্চায় বাংলা ভাষা ব্যবহৃত হলেও গবেষকদের নির্ভর করতে হচ্ছে গবেষণা-জার্নালের মুদ্রিত সংস্করণের উপর। অথচ পরিবর্তিত যোগাযোগ ব্যবস্থায় আজ জগদ্বিখ্যাত বিশ্ববিদ্যালয়সমূহ ও গবেষণা-প্রতিষ্ঠানগুলো প্রবর্তন করেছে ই-জার্নাল বা বৈদ্যুতিন গবেষণা-পত্রিকার। পৃথিবীর খ্যাতিমান গবেষক, আবিষ্কারক ও পণ্ডিতগণ ইংরেজিসহ অন্যান্য ভাষায় ই-জার্নালে তাদের লেখা প্রকাশ করছেন এবং সেসব ই-জার্নাল বিশ্বব্যাপী সমাদৃতও হচ্ছে।
আমাদের লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্য, বাঙালির সমাজ, বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও বিজ্ঞানের গবেষণাক্ষেত্র প্রস্তুতকরণ ও বিনির্মাণ। আমরা অনুসরণ করতে চাই সাম্প্রতিক কালের গবেষণাতত্ত্ব ও পদ্ধতি; সচেষ্ট থাকতে চাই সামাজিক বিজ্ঞান এবং ডিজিটাল হিম্যানিটিজের সঙ্গে বিজ্ঞান ও সাহিত্যের সম্পর্ক প্রতিষ্ঠায়। আমাদের উদ্যোগে স্বাগত জানাই বিশ্বের সকল বাংলাবিদ্যা বিষয়ক গবেষক ও পাঠককে।
.